ঢাকা বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১
সারাবাংলা

ময়মনসিংহের জমি সংক্রান্ত বিরোধে নিয়ে খুন, গ্রেফতার-২ 

ময়মনসিংহ প্রতিনিধি:

প্রকাশ: ফেব্রুয়ারি ২৭, ২০২১, ১০:০২ পিএম

Sports Banner
ময়মনসিংহের জমি সংক্রান্ত বিরোধে নিয়ে খুন,  গ্রেফতার-২ 

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় জমি সংক্রান্ত বিরোধে নিহত হয়েছেন একজন। ফুলবাড়িয়ার-আছিম রামনগর উত্তরপাড়া গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে হারুন অর রশিদ (৪০) নামে এক ইঞ্জিনিয়ার প্রতিপক্ষের হাতে খুন হয়েছেন। নিহত হারুন অর রশিদ রামনগর উত্তর পাড়া গ্রামে মৃত মৌলভী সেকান্দর আলীর ছেলে। তিনি গাজীপুরে একটি কোম্পানিতে চাকরি করতেন। 

আরো পড়ুন: গর্ভধারিণী মাকে পিটিয়ে আহত করলেন কুলাঙ্গার ছেলে

হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ফুলবাড়িয়া থানা পুলিশ রামনগর উত্তরপাড়া গ্রামের আব্দুল মজিদ (৪৬) এবং আরিফকে (৩০) ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করেছে। আজ দুপুরে গ্রেপ্তারকৃত দুজনকে ময়মনসিংহ ২নং আমলী আদালতে প্রেরণ করা হয়েছে।

জানা গেছে, আছিম-পাটুলী ইউনিয়নের রামনগর চৌমোড়া বাজার সংলগ্ন ৫ শতাংশ জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল একই গ্রামের টেক্সটাইল ইঞ্জিনিয়ার হারুন অর রশিদ ও আব্দুল মজিদ ফকিরদের। গতকাল শুক্রবার সকালে দুই পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পরে। এ সময় ৫/৬ জন আহত হয়। আহতদের মধ্যে চিকিৎসারত অবস্থায় শুক্রবার রাত ৮টার দিকে ইঞ্জিনিয়ার হারুন অর রশিদের মৃত্যু হয়।

আরো পড়ুন: টাকার মেশিন এমপি নূর মোহাম্মদের বিকাশ নাম্বার!

এ ঘটনায় নিহতের ছোট ভাই আহত রোকনুজ্জামানের স্ত্রী রুমা আক্তার বাদী হয়ে ফুলবাড়িয়া থানায় একটি মামলা দায়ের  করেন।

ফুলবাড়িয়া থানার ওসি মাহমুদুল ইসলাম জানান, জমি সংক্রান্ত বিরোধে আহত ব্যক্তি হাসপাতালে মারা গেছেন। মামলার দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যান্য আসামিদের গ্রেপ্তারের অভিযান চলছে। নিহতের লাশ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন‍্য মর্গে প্রেরন করা হয়েছে।

সারাবাংলা বিভাগের আরো খবর