বগুড়া পৌরসভা নির্বাচনে মেয়র পদে বিএনপি মনোনীত প্রার্থী রেজাউল করিম বাদশা নির্বাচিত হয়েছেন। তার ধানের শীষ প্রতীকে পড়েছে ৮২ হাজার ২১৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বীতা স্বতন্ত্র প্রার্থী আব্দুল মান্নান আকন্দ জগ প্রতীকে পেয়েছেন ৫৬ হাজার ৯০ ভোট। রোববার রাত পৌণে ৯টায় রিটার্নিং কর্মকর্তা বগুড়া জেলার সিনিয়র নির্বাচন কর্মকর্তা মাহবুব আলম শাহ্ ফলাফল ঘোষণা করেন।
এর আগে রোববার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট গ্রহণ করা হয়। নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ওবায়দুল হাসান ববির নৌকা প্রতীকে ২০ হাজার ৮৯ এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের আব্দুল মতিন হাত পাখা প্রতীক নিয়ে ৬ হাজার ১৯১ ভোট পেয়েছেন।
আরো পড়ুন: মেবাইল ফোনে ডেকে নিয়ে স্কুলছাত্রীকে নির্মমভাবে কুপিয়ে হত্যা
প্রায় ৭০ বর্গ কিলোমিটার আয়তনের বগুড়া পৌরসভায় মোট ভোটার ২ লাখ ৭৫ হাজার ৮৭০জন। মেয়র পদে ৪জন, ২১টি ওয়ার্ডে কাউন্সিলর পদে ১৩০জন এবং ৭টি সংরক্ষিত মহিলা ওয়ার্ডে আরও ৫০জন প্রতিদ্বন্দ্বীতা করেন।
আরো পড়ুন: পুলিশ থেকে বাাঁচতে পানিতে ঝাঁপ দিয়ে মৃত্যুর পথে যুবক
রিটার্নিং কর্মকর্তা মাহবুব আলম শাহ্ জানান, ২ লাখ ৭৫ হাজার ৮৭০জন ভোটারের মধ্যে ১ লাখ ৬৪ হাজার ৫৮৭জন ভোট দিয়েছেন। তবে এদের মধ্যে ৫২৫জনের ভোট বাতিল হয়েছে।
তিনি আরও জানান, নির্বাচনে ৬০ দশমিক ৮৫ শতাংশ ভোটার ভোট দিয়েছেন।