ঢাকা বুধবার, ০৪ ডিসেম্বর, ২০২৪, ২০ অগ্রহায়ণ ১৪৩১
সারাবাংলা যুবকের যাবজ্জীবন

প্রেমিকাকে ধর্ষণের পর কুপিয়ে জখম

প্রকাশ: মার্চ ১, ২০২১, ১০:৫১ এএম

Sports Banner
প্রেমিকাকে ধর্ষণের পর কুপিয়ে জখম

বরগুনার জেলার প্রেমিকাকে (২১) ধর্ষণের পর কুপিয়ে জখমের দায়ে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড এবং এক লাখ টাকা জরিমানার আদেশ দিয়েছেন আদালত।

গত রবিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে বরগুনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোঃ হাফিজুর রহমান এ আদেশ দেন।

দণ্ডিত যুবকের নাম মোঃ শাহিন (২৫) বরগুনা পৌরসভার উকিল পট্টি এলাকার মরহুম সফেজ উদ্দীন আহমেদের ছেলে।

আরো পড়ুন: মেবাইল ফোনে ডেকে নিয়ে স্কুলছাত্রীকে নির্মমভাবে কুপিয়ে হত্যা

আদালত সূত্রে জানা যায়, ২০০৮ সালের ৯ জুন রাতে প্রেমের সম্পর্ক থাকা ওই নারীকে বরগুনার ধূপতি এলাকার খাকদোন নদীর তীরে নিয়ে ধর্ষণের পর কুপিয়ে জখম করে মৃত ভেবে ফেলে যায় শাহিন। এ ঘটনার পরের দিন সকালে ওই নারীকে নদীর তীর থেকে জীবিত অবস্থায় উদ্ধার করেন স্থানীয়রা। ওই দিন নির্যাতিত ওই নারীর বাবা বাদী হয়ে বরগুনা সদর থানায় একটি মামলা দায়ের করেন। পরে এ মামলার তদন্ত শেষে ওই বছরের ১৪ সেপ্টেম্বর শাহিনকে অভিযুক্ত করে আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করে পুলিশ।

আরো পড়ুন: পুলিশ থেকে বাাঁচতে পানিতে ঝাঁপ দিয়ে মৃত্যুর পথে যুবক

এ বিষয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মোঃ মোস্তাফিজুর রহমান বাবুল সংবাদ মাধ্যমকে বলেন, সকল প্রকার তথ্য-প্রমাণের ভিত্তিতে শাহিনের বিরুদ্ধে আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত এ আদেশ দিয়েছেন। উচ্চ আদালতেও এ আদেশ বহাল থাকবে বলে আশা প্রকাশ করেন তিনি।
 

সারাবাংলা বিভাগের আরো খবর