ঢাকা বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫, ২ মাঘ ১৪৩১
সারাবাংলা

খেজুর গাছের মাথায় উঠে নামাজ পড়লেন তিনি

প্রকাশ: মার্চ ২, ২০২১, ১১:১৮ এএম

Sports Banner
খেজুর গাছের মাথায় উঠে নামাজ পড়লেন তিনি
ছবি | সংগৃহীত

রাজশাহীর জেলার তানোরে খেজুর গাছের মাথায় উঠে নামাজ পড়ে হৈচৈ ফেললেন এক যুবক। তার  আব্দুর রহিম (২৮)।

গত সোমবার (০১ মার্চ) বিকালে তানোর পৌর এলাকার কুঠিপাড়া গ্রামে একটি ৩০ ফুট উঁচু খেজুর গাছের মাথায় নামাজ পড়ার এমন দৃশ্যে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

বর্তমানে রহিম মোহনপুর উপজেলার মৌগাছি এলাকায় বসবাস করছেন।

আরো পড়ুন: কলেজছাত্রীকে হত্যা করে মরদেহ হাসপাতালে ফেলে গেলো

শত শত লোক ভিড় জমায় যুবকের নামাজ পড়ার এমন দৃশ্য দেখতে । নামাজ পড়ার পর বাংলাদেশের পতাকা উড়িয়ে শহীদদের সম্মানও জানান তিনি। এসময় উপস্থিত জনতাও করতালি দিয়ে তাকে সম্মান জানান। সবমিলিয়ে আধাঘণ্টা খেজুর গাছের উপরে তিনি বিভিন্ন খেলা দেখান।

কুঠিপাড়া গ্রামের সাগর আলী রুবেল, হাজী জালাল উদ্দীনসহ কয়েকজন সংবাদ মাধ্যমকে বলেন, ‘খেজুর গাছে অনেক কাটা আছে কিন্তু আব্দুর রহিমের গায়ে কোনো কাটা লেগে রক্ত বের হয়নি। গাছের উপর নামাজ পড়াসহ বিভিন্ন খেলা দেখিয়ে সুস্থ অবস্থায় খেজুর গাছ থেকে নামেন তিনি’।

আরো পড়ুন: যৌতুকের টাকা না পেয়ে স্ত্রীকে হত্যা করলো ঘাতক স্বামী

যুবক আব্দুর রহিম সংবাদ মাধ্যমকে বলেন, ‘আল্লাহ ওপর ভরসা করে জীবনের ঝুঁকি নিয়ে খেজুর গাছের উপর খেলা দেখাই। আমার খেলা দেখে কেউ চাল, কেউ টাকা দেয়। যে যা দেন তা দিয়ে আমার সংসার চলে। আমার জন্মস্থান বগুড়ায়। বর্তমানে মোহনপুর উপজেলার মৌগাছি এলাকায় বসবাস করছি’।
 

সারাবাংলা বিভাগের আরো খবর