সিরাজগঞ্জ জেলার শাহজাদপুরে সিজদারত অবস্থায় এক মুসল্লির মৃত্যু হয়েছে। তার নাম আবু সামা (৬৫)। গত মঙ্গলবার (২ মার্চ) উপজেলার সলঙ্গার আজিজ তেলপাম্পের নামাজঘরে মারা যান তিনি।
শাহজাদপুর উপজেলার চাঁদ ডাঙ্গাগ্রামের বাসিন্দা মৃত আবু সামা।
আজিজ তেলপাম্প চত্বরের মুদি দোকানদার সামিদুল ইসলাম সংবাদ মাধ্যমকে জানান, গতকাল আবু সামা শহরে ভাতিজার বাড়ি থেকে নিজ বাড়ি শাহজাদপুরে ফিরছিলেন তিনি।
পথে উপজেলার হোড়গাতী এলাকায় ওই তেলপাম্পে মাগরিবের নামাজ পড়ার সময় সিজদারত অবস্থায় ঘটনাস্থলেই তিনি মারা যান।
আরো পড়ুন: যৌতুকের টাকা না পেয়ে স্ত্রীকে হত্যা করলো ঘাতক স্বামী
আজিজ পাম্প চত্বরের মুদি দোকানদার সামিদুল ইসলাম সংবাদ মাধ্যমকে জানান, সিরাজগঞ্জ শহরে মেয়ের বাড়িতে বেড়াতে এসেছিলেন আবু সামা। নিজ বাড়ি শাহজাদপুরে ফেরার পথে সলঙ্গার আজিজ পাম্পে নামাজ পড়ছিলেন। সিজদায় গিয়ে তিনি আর উঠেননি। সিজদারত অবস্থায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা যান।
আরো পড়ুন: কলেজছাত্রীকে হত্যা করে মরদেহ হাসপাতালে ফেলে গেলো
এ ঘটনার সত্যতা নিশ্চত করে সলঙ্গা থানার ওসি আব্দুল কাদের জিলানী জানান, মাগরিবের ওয়াক্তে আবু সামা নামাজরত অবস্থায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান।কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।