বাগেরহাট জেলার চিতলমারী উপজেলায় একই ঘরে আপন দুই চাচাতো বোন বিষ পানে আত্মহত্যা করেছে। তারা প্রত্যেকে এক সন্তানের জননী।
গতকাল মঙ্গলবার (২ মার্চ) রাতে তারা বিষপান করেন। বুধবার ভোরে গোপালগঞ্জ সদর হাসপাতালে তারা মারা যান।
পুলিশ ও তাদের পরিবার সূত্রে জানাগেছে, আড়ুয়া বর্ণি গ্রামের শামীমের স্ত্রী বৃষ্টি বেগম (১৯) ও যশোর সদর উপজেলার দেলোয়ার খানের স্ত্রী প্রীতি বেগম (১৮) চিতলমারী উপজেলার কাননচক গ্রামে তাদের পিতার বাড়ি বেড়াতে আসে।
আরো পড়ুন: লুটে ব্যস্ত চোরদল, এমন সময় ঘরে ঢুকলেন গৃহবধূ...
তারা দুজন প্রীতি বেগমের পিতা আ. খানের ঘরের মধ্যে গত মঙ্গলবার গভীর রাতে বিষপান করেন। পরিবারের লোক টের পেয়ে ওই রাতেই তাদেরকে গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে। আজ বুধবার (৩ মার্চ) ভোরে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান।
আরো পড়ুনঃ মেয়েকে কখনো নিজ বাড়িতে, কখনো ঢাকা-চট্টগ্রামে যৌন কাজে পাঠাতেন মা
এ বিষয়ে চিতলমারী থানার ওসি মীর শরিফুল হক জানান, তারা দুজন আপন চাচাতো বোন হলেও বান্ধবীর মতো চলা ফেরা করতেন। তবে কি জন্য বিষপানে আত্মহত্যা করেছেন তার সঠিক কারণ জানা যায়নি।