ঢাকা বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর, ২০২৪, ২০ অগ্রহায়ণ ১৪৩১
সারাবাংলা

দুই রাত ধরে ছেলের প্রেমিকাকে পাহারা দিচ্ছেন বাবা

প্রকাশ: মার্চ ৪, ২০২১, ০৯:৫২ এএম

Sports Banner
দুই রাত ধরে ছেলের প্রেমিকাকে পাহারা দিচ্ছেন বাবা
প্রেমিক আকাশের বাবা জহুরুল ইসলাম ও প্রেমিকা ময়না। ছবি-সংগৃহীত

মেহেরপুর জেলার গাংনীতে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অবস্থান নিয়ে আত্মহত্যার হুমকি দেয় ময়না নামের এক কিশোরী। তবে প্রেমিকার আসার খবর পাওয়ার আগে বাড়ি থেকে পালিয়ে গেছেন প্রেমিক।

এ কিশোরী আত্মহত্যা করে তাদের পুরো পরিবারকে ফাঁসিয়ে দিতে পারে- এমন আশঙ্কায় প্রেমিকের বাবা প্রায় দুই রাত মেয়েটিকে পাহারা দিয়েছেন।

স্থানীয় ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার বাওট গ্রামের দিনমজুর আব্দুল বারির মেয়ে স্থানীয় মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী ময়না গত মঙ্গলবার সকালে বিয়ের দাবিতে ছাতিয়ান গ্রামের হাওড়াপাড়া এলাকার তার প্রেমিক আকাশের বাড়িতে এসে ওঠে।

আরো পড়ুন : বিএনপি ভেবে আ‍‍`লীগ কর্মীদের পেটাল পুলিশ, ২ এসআই প্রত্যাহার

খবর পেয়ে আকাশ বাড়ি থেকে পালিয়ে যায়। কিন্তু আকাশ বিয়ে না করলে আত্মহত্যার হুমকি দেয় ময়না। তাই আকাশের বাবা জহুরুল ইসলাম রাত জেগে ছেলের প্রেমিকাকে পাহারা দিয়েছেন; যাতে মেয়েটি কোনো দুর্ঘটনা না ঘটায়।

বিষয়টি সমাধানে গত বুধবার রাতে সামাজিকভাবে বৈঠকে বসেন স্থানীয় গণ্যমান্য বক্তিরা। পরে রাতেই মেয়েটিকে বুঝিয়ে তার বাড়িতে পাঠানো হয়।

আরো পড়ুন : খালেদার দণ্ড মওকুফের আবেদন, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

জানা যায়, পলাতক প্রেমিক আকাশ ফিরে আসলে বিষয়টি নিয়ে আবার বসা হবে। মেয়েটিকে বিয়ে করতে রাজি না হলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনার বিষয়ে গাংনী থানার ওসি বজলুর রহমান জানান, বিষয়টি শুনেছি। সমাধানের জন্য স্থানীয় জনপ্রতিনিধিকে নির্দেশ দেওয়া হয়েছে। এরপরও সমাধান না হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

সারাবাংলা বিভাগের আরো খবর