ঢাকা মঙ্গলবার, ০৩ ডিসেম্বর, ২০২৪, ১৯ অগ্রহায়ণ ১৪৩১
সারাবাংলা

আইনমন্ত্রীর উপস্থিতিতে ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ

প্রকাশ: মার্চ ৫, ২০২১, ০১:০৮ পিএম

Sports Banner
আইনমন্ত্রীর উপস্থিতিতে ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ
ছবি | সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় দুই মেয়রপ্রার্থীর সমর্থকদের মধ্যে তুমুল সংঘর্ষ হয়েছে এ সময় সেখানে উপস্থিত আইনমন্ত্রী। এ ঘটনায় ভাঙচুর করা হয়েছে কয়েকটি মোটরসাইকেল এবং আহত হয়েছেন অন্তত ১০ জন।

এ ঘটনা ঘটে আজ শুক্রবার (৫ মার্চ) বেলা আনুমানিক সাড়ে ১১টার দিকে। এখনো সংঘর্ষ চলছে।

আরো পড়ুন: এবার কারাগারে বৈদ্যুতিক শক দিয়ে হত্যাচেষ্টার অভিযোগ (ভিডিও)

এর আগে আইনমন্ত্রী আনিসুল হক এম.পি জানিয়েছেন দেশের ডিজিটাল নিরাপত্তা আইন কিছুদিনের মধ্যে সংশোধন করা হবে।

এ সময় আইনমন্ত্রী আনিসুল হক এম.পি বলেন, ‘আপনারা সবাই যদি শেখ হাসিনার সঙ্গে থাকেন তাহলে বাংলাদেশের ভবিষ্যত পাল্টে যাবে। আপনাদের সাহসে পদ্মা সেতু নিজেদের টাকায় করা হয়েছে। বাংলাদেশের অর্থনৈতিক মানচিত্র বদলে গেছে। বাংলাদেশ এখন সারা বিশ্বে উন্নয়নের রোল মডেল হিসেবে পরিচিত। সবই জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বের কারণে।’

সারাবাংলা বিভাগের আরো খবর