জীবিত থেকেও কাগজে-কলমে মৃত লালমনিরহাটের সেই স্কুলশিক্ষক লক্ষ্মীকান্ত রায় অবশেষে করোনার টিকা পেলেন।
লালমনিরহাট সদর হাসপাতালে অস্থায়ী করোনার টিকা ক্যাম্পে তাকে আজ শনিবার (৬ মার্চ) দুপুরে টিকা দেয়া হয়।
আরো পড়ুন: বিয়ের আসরে কাঁদতে কাঁদতেই মারা গেলেন কনে
এর আগে গত বৃহস্পতিবার বিকেলে নির্বাচন কমিশন তার জাতীয় পরিচয়পত্র সক্রিয় করে দেয় এবং তিনি করোনা টিকার নিবন্ধন করে। এ নিয়ে গত ২ মার্চ সংবাদ মাধ্যমে প্রচারিত হয়।
আরো পড়ুন: বিয়ের আসরে কাঁদতে কাঁদতেই মারা গেলেন কনে
লক্ষ্মীকান্ত মারা গেছেন বলে ২০১৫ সালে লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের কাকেয়া টেপা গ্রামের প্রতিবেশী মনমোহন রায় জমিজমা নিয়ে বিবাদের জেরে আবেদন করেন। সেই আবেদনের প্রেক্ষিতে নির্বাচন কমিশন তার জাতীয় পরিচয় পত্র অকার্যকর করে দেয়। এরপর থেকে এনআইডি কাজ করছিল না।
এবার করোনা টিকার নিবন্ধন করতে গিয়ে লক্ষ্মীকান্ত বিষয়টি জানতে পারেন। পরে উপজেলা নির্বাচন কার্যালয়ে পুনরায় সক্রিয় করণের আবেদন করেন।