জামালপুরের ইসলামপুর পৌর শহরের কিংজাল্লা এলাকায় অভিযান চালিয়ে মূল্যবান কষ্টি পাথরের মূর্তিসহ পাচারকারী চক্রের ৩ সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব-১৪।
র্যাবের অভিযানে জামালপুরের ইসলামপুর পৌর শহরের কিংজাল্লা বাজার এলাকার মৃত খোকা চন্দ্র মদকের ছেলে কালাচান চন্দ্র মদক (৫৫) ও খোকন চন্দ্র মদক (৪২) এবং শেরপুর সদর উপজেলার নাকপাড়ার মজিবুর রহমানের ছেলে মো. মাজহারুল ইসলামকে কষ্ট পাথরের মূর্তিসহ আটক করা হয়।
আরো পড়ুন: ঐতিহাসিক ৭ই মার্চ আজ
জানা গেছে, র্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার এম. এম. সবুজ রানার নেতৃত্বে একটি আভিযানিক দল শনিবার দুপুরে কিংজাল্লা এলাকায় অভিযান চালায়। ওই সময় এলাকার বড় মসজিদ সড়ক সংলগ্ন কালাচান চন্দ্র মদকের বসতবাড়ির আধাপাকা ঘরের পশ্চিম পাশের কক্ষের ভিতর থেকে মূল্যবান কষ্টি পাথরের একটি মনসা মূর্তিসহ পাচারকারী চক্রের ৩ সদস্যকে গ্রেপ্তার করা হয়।
এছাড়াও তাদের কাছ থেকে ৫টি মোবাইল সেট, ৬টি সিম ও নগদ ১৫ হাজার ৮০০ টাকা উদ্ধার করা হয়। উদ্ধার কষ্টি পাথরের মূর্তির ওজন আনুমানিক ১২.৩ কেজি এবং আনুমানিক মূল্য ১ কোটি ২৩ লাখ টাকা। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ইসলামপুর থানায় মামলা দায়ের হয়েছে। র্যারের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।