ঢাকা মঙ্গলবার, ০৩ ডিসেম্বর, ২০২৪, ১৯ অগ্রহায়ণ ১৪৩১
সারাবাংলা

বগুড়ায় দুই ট্রাক মুখোমুখি সংঘর্ষ, নিহত ১

প্রকাশ: মার্চ ৭, ২০২১, ০১:০২ পিএম

Sports Banner
বগুড়ায় দুই ট্রাক মুখোমুখি সংঘর্ষ, নিহত ১
ছবি | সংগৃহীত

বগুড়া জেলার শেরপুরে ঢাকা বগুড়া মহাসড়কে দুই ট্রাক মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছে এ ঘটনায় ২ জন আহত হয়েছে।

মির্জাপুর ইউনিয়নের রাজাপুর এলাকায় আলাল পোল্টির সামনে আজ রবিবার ( ৭ মার্চ) সকাল ৭ টায়  এ দুর্ঘটনাটি ঘটে। আহত সার বোঝাই ট্রাকের হেলপার নাটোর জেলার আশেকপুর গ্রামের তয়েজ উদ্দিনের ছেলে শরিফুল ইসলাম (৫০)। পাথর বোঝাই ট্রাক ড্রাইভার নিহত হয়েছে এবং হেলপারের গুরুতর আহত তাদের নাম ঠিকানা পাওয়া যায়নি।

আরো পড়ুন: পুলিশ পরিদর্শক স্বামীর অত্যাচার থেকে বাঁচতে অভিযোগ

এলাকাবাসী ও পেছনের গাড়ির ড্রাইভার সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা সার বোঝাই ট্রাক ( ঢাকা মেট্রো ট- ১৮ ০৫৬৭) ও বিপরীতগামী পাথরবোঝাই ট্রাক (চট্ট মেট্টো ট ১১- ৫১ ৮৭) রাজাপুর এলাকায় পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পার্থর বোঝাই ট্রাকের ড্রাইভার নিহত হয় এবং পাথরবোঝাই ও সার বোঝাই ট্রাকের দুইজন গুরুতর আহত হয়। তারা আরো জানান, একদিকে ঘনকুয়াশা অন্যদিকে পাথর বোঝাই ট্রাকের চালক ঘুম এসে হেলপারকে দিয়ে গাড়ি চালানোর কারণে এ ঘটনা ঘটে।

আরো পড়ুন: শাবিপ্রবি ছাত্রীর মেসে গোসলের ভিডিও ধারণ

শেরপুর ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স রতন হোসেন সংবাদ মাধ্যমকে জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত ও নিহতদের উদ্ধার উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে নিয়ে যায়। এবং নিহতকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তাৎক্ষণিক সকলের নাম ঠিকানা পাওয়া যায়নি। ১ ঘণ্টা যান চলাচল বন্ধ থাকার পর স্বাভাবিক হয়েছে।

সারাবাংলা বিভাগের আরো খবর