ঐতিহাসিক ৭ই মার্চ এবং বাংলাদেশ এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তরণে জাতিসংঘের চূড়ান্ত সুপারিশ প্রাপ্তিতে আজ ময়মনসিংহ জেলা পুলিশ আনন্দ উদযাপন অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে আগত অতিথিদের ধন্যবাদ জ্ঞাপন করেন ব্যারিস্টার মোঃ হারুন অর রশিদ, বিপিএম, ডিআইজি, ময়মনসিংহ রেঞ্জ। স্বাগত বক্তব্য রাখেন মোহাঃ আহমার উজ্জামান, পিপিএম সেবা, পুলিশ সুপার, ময়মনসিংহ।
আরো পড়ন: রাজশাহীতে ৭ মার্চ উদযাপন উপলক্ষে আওয়ামিলীগের পুষ্পস্তবক অর্পন
আনন্দ উদযাপনে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মোঃ ইকরামুল হক টিটু,ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মোঃ কামরুল হাসান, এনডিসি,জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক, মোঃ আল মামুনুল আনছারী, বিশেষ পুলিশ সুপার, সিআইডি, ময়মনসিংহ, মোঃ ইউসুফ খান পাঠান, চেয়ারম্যান, জেলা পরিষদ, ময়মনসিংহ, ড. গাজী হাসান কামাল, চেয়ারম্যান, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ময়মনসিংহ, নারায়ন চন্দ্র ভৌমিক, অধ্যক্ষ, আনন্দমোহন কলেজ,ময়মনসিংহ,এহতেশামুল আলম, সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগ, ময়মনসিংহ মহানগর শাখা; এ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল, সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ, ময়মনসিংহ জেলা শাখা, মোহিত উর রহমান শান্ত, সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ, ময়মনসিংহ মহানগর শাখা,নুরুন্নাহার শেফালি, সভাপতি, ময়মনসিংহ মহিলা আওয়ামী লীগ প্রমূখ।
আরো পড়ন: যাত্রাবাড়ীতে দিনদুপুরে প্রবাসীর স্ত্রীকে তুলে নিয়ে ধর্ষণ!
অনুষ্ঠানে ময়মনসিংহের বিভিন্ন ইউনিটের পুলিশ কর্মকর্তাগণ, কমিউনিটি পুলিশিং কমিটির নেতৃবৃন্দ; সাংবাদিকবৃন্দ সহ বিভিন্ন শ্রেণি পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে অথিতিবৃন্দ উপস্থিতি দর্শকদের সাথে বড় পর্দায় মাননীয় প্রধানমন্ত্রীর ৭ই মার্চের জাতীয় অনুষ্ঠান উপভোগ করেন।
উৎসবমুখর পরিবেশে কেক কাটার মাধ্যমে আনন্দ অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয়।
আরো পড়ন: স্ত্রীর সঙ্গে খারাপ আচরণ, বন্ধুকে নৃসংশভাবে খুন করে প্রতিশোধ
উন্নয়নের এর অডিও ভিডিও প্রদর্শনের মাধ্যমে দেশের অর্জনকে তুলে ধরা হয়। বিভিন্ন শিল্পীদের সমন্বয়ে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।