ঢাকা বুধবার, ২৯ জানুয়ারি, ২০২৫, ১৫ মাঘ ১৪৩১
সারাবাংলা

ময়মনসিংহের ত্রিশালে পৌর মেয়র ও কাউন্সিলরদের শপথ 

ময়মনসিংহ প্রতিনিধি

প্রকাশ: মার্চ ৮, ২০২১, ০১:০৩ এএম

Sports Banner
ময়মনসিংহের ত্রিশালে পৌর মেয়র ও কাউন্সিলরদের শপথ 

ময়মনসিংহের ত্রিশাল পৌরসভার নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের আজ শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। 

রবিবার (৭ মার্চ) দুপুরে ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের কার্যালয়ে তৃতীয়বারের মতো নির্বাচিত মেয়র আলহাজ্ব এবিএম আনিছুজ্জামান আনিছ সহ ৩জন সংরক্ষিত মহিলা কাউন্সলির ও ৯জন সাধারণ ওয়ার্ড কাউন্সিলরকে কে শপথ করান ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মোঃ কামরুল হাসান এনডিসি। 

আরো পড়ন: সিলেটে ইনজেকশন পুশ করে স্ত্রীকে হত্যা

পরে সংরক্ষিত ওয়ার্ডের নারী ও সাধারণ ওয়ার্ড কাউন্সিলরদের শপথ বাক্য পাঠ করানো হয়।

উল্লেখ্য গত ১৪ ফেব্রুয়ারি এ পৌরসভায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

পৌর মেয়রের সঙ্গে শপথ নেয়া কাউন্সিলররা হলেন সাধারণ আসনের ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোঃ ওসমান গনি কুসুম, ২ নং ওয়ার্ডে রাশিদুল হাসান বিপ্লব, ৩ নং ওয়ার্ডে মোঃ শাহীন মিয়া, ৪ নং ওয়ার্ডে আজাহারুল ইসলাম, ৫ নং ওয়ার্ডে মেহেদি হাসান নাসিম, ৬ নং ওয়ার্ডে আলমগীর কবীর, ৭ নং ওয়ার্ডে মানিক সাইফুল, ৮ নম্বর ওয়ার্ডে খালেদ মাহমুদ সুমন এবং ৯ নম্বর ওয়ার্ডে মোঃ আনিছুজ্জামান।

আরো পড়ন: ৭ই মার্চ উপলক্ষে ফলজ বৃক্ষ রোপণ করলেন মোংলা বন্দরের চেয়ারম্যান

সংরক্ষিত ১,২ ও৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ফাতেমা আক্তার, ৪, ৫ ও ৬ ওয়ার্ডের শাহানাজ পারভীন এবং ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের বিউটি আক্তার রানু। 

মেয়র এবিএম আনিছুজ্জামান আনিছ এই প্রতিনিধিকে বলেন, ‘বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। 

আরো পড়ন: পিরোজপুরে কৌশলে ঘরে প্রবেশ করে ভাবিকে ধর্ষণ

তিনি ত্রিশালে একটি সুষ্ঠু নির্বাচন উপহার দিয়েছেন, তাই মেয়র হতে পেরেছি।

সারাবাংলা বিভাগের আরো খবর