ঢাকা বুধবার, ২৯ জানুয়ারি, ২০২৫, ১৫ মাঘ ১৪৩১
সারাবাংলা

টাঙ্গাইলের ঘাটাইলে ইউসুফ হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশ: মার্চ ৮, ২০২১, ০১:১১ পিএম

Sports Banner
টাঙ্গাইলের ঘাটাইলে ইউসুফ হত্যার বিচারের দাবিতে মানববন্ধন
মানববন্ধন। ছবি

টাঙ্গাইলের ঘাটাইলে রাস্তার মাটি কাটাকে কেন্দ্র করে সংঘর্ষে প্রতিপক্ষের কুড়ালের আঘাতে নিহত ইউসুফ (৪৫) হত্যার বিচারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসি। সকাল সাড়ে ১১ টার দিকে উপজেলার মজমপুর গ্রামের মসজিদের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন নিহত ইউসুফের স্ত্রী সোমলা বেগম, ছেলে সজিব, মেয়ে সাবিনা ইয়াসমিন, বড় ভাই ইদ্রিস আলী, স্থানীয় ইউপি সদস্য নজরুল ইসলাম প্রমুখ। বক্তারা দ্রুত আসামীদের গ্রেফতার ও আইনের আওতায় এনে ফাঁসি দাবি করেন। 

আরো পড়ুন: ঢাবিতে প্রথম বর্ষে ভর্তির আবেদন শুরু আজ

এ ঘটনায় এখন পর্যন্ত মোশারফ হোসেন (৫০) নামে একজনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা ঘাটাইল থানার উপ-পরিদর্শক সুজন পাল বলেন, একজনকে গ্রেফতার করা হয়েছে, অন্যদের ধরতে অভিযান অব্যাহত আছে। প্রসংগত, গত ১৫ ফেব্রুয়ারি বিকেলে কাবিখার রাস্তার মাটি কাটা নিয়ে সংর্ঘষে প্রতিপক্ষ আনোয়ার হোসেনের (৩৫) কুড়ালের আঘাতে ইউসুফের মৃত্যু হয়। এ ঘটনায় ওইদিন রাতেই থানায় ৯ জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন নিহতের ছেলে সজিব হোসেন।

সারাবাংলা বিভাগের আরো খবর