ঢাকা বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১
সারাবাংলা

অভাবের কারণে স্কুল ছাত্রীর আত্মহত্যা

প্রকাশ: ফেব্রুয়ারি ২৭, ২০২১, ০৭:০১ পিএম

Sports Banner
অভাবের কারণে স্কুল ছাত্রীর আত্মহত্যা
ছবি । প্রতীকী

মৌলভীবাজারে জেলার জুড়ী উপজেলায় নাহিদা বেগম (১৫) নামের এক ছাত্রী আত্মহত্যা করেছে। পরিবারে অভাব-অনটনের কারণে এ আত্মহত্যা করছে বলে অভিযোগ উঠেছে। 
উপজেলার বাছিরপুর এলাকার আমতৈল গ্রামের আজ শনিবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে নিজ বাড়ি থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করছেন জুড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় চক্রবর্তী। নাহিদা আমতৈল এলাকার আব্দুল জব্বারের মেয়ে। সে এলাকার একটি মাদ্রাসায় পঞ্চম শ্রেণি পর্যন্ত পড়ালেখা করেছে। অভাবের কারণে আর পড়ালেখা করতে পারেনি নাহিদা।

আরো পড়ুন: রাজবাড়ীতে কিশোরীকে ধর্ষণ করলো ফুফা

পুলিশ সূত্রে জানাগেছে, শনিবার সকাল ১১টার দিকে ঘরের তীরের সাথে ওড়না গলায় পেঁচিয়ে নাহিদা আত্মহত্যা করে। পরিবারের সদস্যরা ডাকাডাকি করে না পেয়ে ঘরে গিয়ে তার ঝুলন্ত লাশ দেখতে পান। স্থানীয়দের সহযোগিতায় লাশ নামিয়ে আনেন তারা। পরে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

আরো পড়ুন: গর্ভধারিণী মাকে পিটিয়ে আহত করলেন কুলাঙ্গার ছেলে

পুলিশ সূত্রে আরও জানাগেছে, তাদের অভাব-অনটনের সংসার। বাবা দিনমজুর। আমাদের ধারণা, এই অভাবের কারণেই মেয়েটি আত্মহত্যা করেছে। তার একটি ভাই রয়েছে। সেও মানসিক রোগী।

জুড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় চক্রবর্তী বলেন, থানায় অপমৃত্যুর মামলা রুজু হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতাল মর্গে পাঠানো হয়।

সারাবাংলা বিভাগের আরো খবর