ঢাকা রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১
সারাবাংলা

বাগেরহাটে মুজিব শতবর্ষে ১০০ জনের ম্যারাথন

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশ: ফেব্রুয়ারি ২৮, ২০২১, ০৫:৫০ পিএম

Sports Banner
বাগেরহাটে মুজিব শতবর্ষে ১০০ জনের ম্যারাথন
ম্যারাথন দৌড় উদ্বোধনের ছবি

মুজিববর্ষ উপলক্ষ্যে বাগেরহাটের শরণখোলায় বঙ্গবন্ধু শেখ মুজিব ডিজিটাল ম্যারথন-২০২১ এর সমাপনী পর্ব অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ১১টায় পাঁচরাস্তা বাদল চত্বরে সমাপনী পর্বের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। বাংলাদেশ সেনাবাহিনীর তত্বাবধানে এবং বরিশাল শেখ হাসিনা সেনানিবাসের আয়োজনে অনুষ্ঠিত হয় এই ম্যারাথন দৌড়। 

আরো পড়ুন: বিয়ের পর শ্বশুরবাড়ি নয়, লাশ চিতায় উঠল নববধূর

প্রতিযোগীতায় রায়েন্দা বাজার ফ্রেন্ডস ক্লাব, রাজৈর কিশোর ক্লাব, বটতলা ক্রীড়াচক্র, রায়েন্দা সরকারি পাইলট হাই স্কুল সহ উপজেলার বিভিন্ন ক্রীড়া সংগঠন ও বিদ্যালয়ের ১০০ জন প্রতিযোগী অংশগ্রহন করেন। ম্যারাথন দৌড়টি কদমতলা থেকে শুরু হয়ে প্রায় দুই কিলোমিটার সড়ক অতিক্রম করে রায়েন্দা বাজারে গিয়ে শেষ হয়। 

আরো পড়ুন: স্ত্রীর সঙ্গে খারাপ আচরণ, বন্ধুকে নৃসংশভাবে খুন করে প্রতিশোধ

উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেনশরণখোলা উপজেলা চেয়ারম্যান মো. রায়হান উদ্দিন শান্ত, বরিশাল শেখ হাসিনা সেনানিবাসের লেফটেন্যান্ট ইফতেখার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন, রায়েন্দা সরকারি পাইলট হাই স্কুলের ক্রীড়া শিক্ষক বদিউজ্জামান বাদল প্রমূখ।

সারাবাংলা বিভাগের আরো খবর