শিল্প বাঁচাও, শ্রমিক বাঁচাও- এই শ্লোগানে বিড়ির উপর শুল্ক প্রত্যাহার ও বৈষম্যমূলক শুল্কনীতির প্রতিবাদে নেত্রকোনায় বিড়ি শ্রমিকদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আরো পড়ুন: যৌন কেলেঙ্কারির ভিডিও ফাঁস, মন্ত্রীর পদত্যাগ
আজ বৃহস্পতিবার (৪ মার্চ) বেলা সাড়ে ১১টায় শহরের প্রেসক্লাবের সামনে সড়কে জেলার বিড়ি শ্রমিকদের বিভিন্ন সংগঠনের উদ্যেগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন, বাংলাদেশ বিড়ি ফেডারেশনের সাধারণ সম্পাদক আ. রহমান, সহ-সাধারণ সম্পাদক আসলাম, নেত্রকোনা শাখার সভাপতি মো. সুরুজ ফকির, সাধারণ সম্পাদক মোঃ আব্দুল গফুরসহ আরো অনেকে। এসময় বক্তারা বিড়ির উপর শুল্ক প্রত্যাহার করে বৈষম্যমূলক শুল্কনীতির তীব্র প্রতিবাদ জানান।