চাঁপাইনবাবগঞ্জে জেলার শিবগঞ্জে ঘুমিয়ে থাকা অবস্থায় এক বৃদ্ধাকে নিজ ঘরে গলা কেটে হত্যার করা হয়েছে।
পৌর এলাকার বাবুপাড়ায় গত বুধবার ( ৪ মার্চ) দিবাগত রাতের কোন এক সময় এ ঘটনা ঘটে।
নিহত হওয়া যমুনা পালের (৬০) স্বামীর নাম সুকুমার। একমাত্র ছেলে উজ্জল পালের স্ত্রী ও সন্তানের সাথে একটি ভাড়া বাড়িতে থাকতেন তিনি।
স্থানীয় ও এলাকাবাসী সূত্র জানান, বুধবার রাতে যমুনা পাল নিজ ঘরে শুয়ে ঘুমিযে ছিলেন। রাতের কোনও এক সময় কে বা কারা তাকে গলা কেটে হত্যা করে। সকালে দেখা যায়, তার ঘরের দরজা খোলা এবং খাটের উপর রক্তমাখা লাশ।
আরো পড়ুন: ফের নোয়াখালী: এবার টয়লেট থেকে তুলে নিয়ে গণধর্ষণ
শিবগঞ্জ থানার ওসি ফরিদ হোসেন খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন। মরদেহ রাখা ঘরটি পুলিশ ঘিরে রেখেছে। মরদেহ উদ্ধারের জন্য এবং ঘটনাস্থল পরিদর্শনের জন্য ঘটনাস্থলে সিআইডি টিমকে তলব করা হয়েছে।
স্বজনরা সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, নিহত যমুনার একমাত্র ছেলে রাজশাহীতে একটি স্বর্ণকারের দোকানে কাজ করায় এবং ২০ বছর আগে স্বামী সুকুমার তাকে ছেড়ে চলে যাওয়ায় ছেলের স্ত্রী এবং ছেলের একটি শিশুপুত্রকে নিয়ে শিবগঞ্জ পৌর এলাকার বাবুপাড়া গ্রামের লুলুর বাড়িতে ভাড়া থাকতেন তিনি।
আরো পড়ুন: বিএনপি ভেবে আ`লীগ কর্মীদের পেটাল পুলিশ, ২ এসআই প্রত্যাহার
বোনের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন নিহতের ভাই জন পাল এবং বোন শ্রী মতি জোসনা রানী হালদার।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে শিবগঞ্জ থানার ওসি ফরিদ হোসেন জানান, তিনি খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে একটি গলা কাট লাশ পেয়েছেন। তদন্ত চলছে।