ঘাটাইল ব্যবসায়ী সমিতির নির্বাচন ৮ ই মার্চ ঘাটাইলের ব্যবসায়ীদের সংগঠনের নির্বাচনকে ঘিরে জমে উঠেছে ব্যাপক প্রচার-প্রচারণা। প্রতিদিনই প্রার্থীরা ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন। ঘাটাইল সদরে চারিদিকে পোস্টারে পোস্টারে ছেয়ে গেছে। ভোটারদের মাঝেও এই নির্বাচনকে কেন্দ্র করে ব্যাপক উৎসাহ লক্ষ করা গেছে।
আরো পড়ুন: যৌন কেলেঙ্কারির ভিডিও ফাঁস, মন্ত্রীর পদত্যাগ
১৪ টি পদের জন্য লড়ছেন ২৮ জন প্রার্থী। এ বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার খলিলুর রহমানকে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, এখন পর্যন্ত নিয়ম মেনে নির্বাচনী প্রচারণা চলছে। কোন প্রার্থী এখন পর্যন্ত কোন ধরনের অভিযোগ করেনি। ইনশাল্লাহ আশা করি আমরা সুষ্ঠুভাবে ভোট কার্যক্রম সম্পন্ন করতে পারব। ব্যবসায়ীরা তাদের পছন্দের প্রার্থী বেছে নিবেন।
আরো পড়ুন: ফের নোয়াখালী: এবার টয়লেট থেকে তুলে নিয়ে গণধর্ষণ
নাট্য ও প্রমোদ সম্পাদক প্রার্থী নাজমুল ইসলাম কে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, প্রার্থীরা খুব সুন্দর ভাবে নির্বাচনী প্রচারণায় অংশ নিচ্ছে। চারিদিকে নির্বাচনী আমেজ বিরাজ করছে। আশাকরি সুষ্ঠুভাবে ভোট সম্পন্ন হবে।