প্রকাশ: মার্চ ৪, ২০২১, ১১:০৪ পিএম
চার শিশু দুটি সাইকেলযোগে বাড়ি ফেরার সময় মালবাহী ট্রেন দেখতে পেয়ে তার সাথে পাল্লা দিতে গেলে দুর্ঘটনাবশত ট্রেনের নিচে কাটা পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। ট্রেনের সাথে পাল্লা দিতে গেলে জয়রামপুর রেলওয়ে স্টেশনের প্লাটফর্মের সঙ্গে সাইকেলের ধাক্কা লাগলে ছিটকে ট্রেনের নিচে পড়ে শিশুটি। নিহত ওই শিশুর নাম আকিব হোসেন।
বৃহস্পতিবার (৪ মার্চ) সন্ধ্যার আগে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার জয়রামপুর রেলওয়ে স্টেশনের পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহত আকিব হোসেন জয়রামপুর গ্রামের গাছাতিপাড়ার আমজাদ হোসেনের ছেলে।
আরো পড়ুন: ডুবতে চলেছে পৃথিবী, সবার আগে বাংলাদেশ! (ভিডিও)
ঘটনার বিষয়ে প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার জয়রামপুর রেলওয়ে স্টেশনের অদূরে চার শিশু দ্রুত সাইকেলযোগে আসছিল। স্টেশনের প্লাটফর্মে সাইকেলের চাকা আটকে গেলে ছিটকে খুলনাগামী মালবাহী টেনের নিচে পড়ে যায় শিশু আকিব। এতে ঘটনাস্থলেই শিশুটি মারা যায়।
হাফেজিয়া মাদরাসার মুহতামিম মাওলানা দেলোয়ার হুসাইন এ ঘটনার বিষয়ে বলেন, ‘বিকেলে মাদরাসা ছুটি থাকে। তাই রাতের খাবার আনতে বাড়ি যাচ্ছিল তারা। অসাবধানতায় শিশু আকিব ট্রেনের নিচে কাটা পড়ে মারা যায়।
আরো পড়ুন: এক হল তুরস্ক-পাকিস্তান, আসছে ক্ষেপণাস্ত্র ও যুদ্ধবিমান!
আকিব নুরানি বিভাগে পড়াশোনা করতো বলেও জানান তিনি।
চুয়াডাঙ্গা রেলওয়ে ফাঁড়ির উপপরিদর্শক মো. আসাদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বৃহস্পতিবার বিকেলে একটি মালবাহী ট্রেনের নিচে পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।