প্রকাশ: মার্চ ৫, ২০২১, ০৯:৪৯ পিএম
এবার গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় ধর্ষণের চেষ্টার ঘটনায় বিচার চাইতে গেলে উল্টো মেয়ের বাবাকে আট হাজার টাকা জরিমানা দিতে হয়েছে বলে অভিযোগ উঠেছে।
গতকাল বৃহস্পতিবার (৪ মার্চ) রাত সাড়ে নয়টার দিকে উপজেলার পূর্বচান্দরা ছাপড়া মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় এলাকাবাসী সূত্র জানায়, বৃহস্পতিবার ওই এলাকার পূর্ব চান্দরা ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসায় আশরাফুল ইসলাম (২৫) নামের এক শিক্ষকের বিরুদ্ধে পাশের এক স্কুল শিক্ষার্থীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠলে ওই স্কুল শিক্ষার্থী মাদ্রাসার শিক্ষক আশরাফুল ইসলামকে তার শয়ন কক্ষে আটকিয়ে রাখেন। পরে শত শত গ্রামবাসী সেখানে জড়ো হয়ে বিচার দাবি করেন।
আরো পড়ুন: এবার বিদ্যুৎ বিচ্ছিন্ন গোটা মিয়ানমার
এলাকাবাসী সূত্র আরো জানায়, ওই মাদ্রাসার পরিচালক মাওলানা মহিবুল্লাহ দ্রুত ঘটনাস্থলে গিয়ে উপস্থিত লোকজনকে ধমকিয়ে সরিয়ে দিয়ে মেয়ের বাবাকে খবর দিয়ে মাদ্রাসায় আনেন। সেই সাথে তারা মাদ্রাসার শিক্ষক আশরাফুল ইসলামের অভিভাবককে ডেকে নিয়ে অফিস কক্ষে গ্রাম্য সালিশে বসেন। সেখানে মাদ্রাসার শিক্ষক ও কয়েকজন ছাড়া গ্রামবাসীর কাউকে ঢুকতে না দিয়ে মেয়ের বাবাকে আট হাজার টাকা জরিমানা করেন। এসময় অভিযুক্ত আশরাফুল ইসলামকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করেন পরিচালক মহিবুল্লাহ।
আরো পড়ুন: কলেজছাত্রীকে হত্যা করে মরদেহ হাসপাতালে ফেলে গেলো
এ ঘটনায় মেয়ের বাবা জানান, আমরা গরীব মানুষ। মেয়ের এ ঘটনার বিচার চাইলেও পাবো না। উল্টো আমাকেই এ ঘটনায় রাতেই আট হাজার টাকা জরিমানা দিতে হয়েছে।
এদিকে পূর্ব চান্দরা ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসার পরিচালক মহিবুল্লাহ জানান, এখানে তেমন কোন বড় ঘটনা ঘটেনি। যা ঘটেছে তা মীমাংসা করা হয়েছে।
কালিয়াকৈর থানার ওসি তদন্ত রাজিব চক্রবর্তী এ ঘটনার বিষয়ে জানান, এ রকম কোন অভিযোগ পাইনি। তবে কেউ অভিযোগ দিলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।