ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
সারাবাংলা

বোদায় ময়ূর উদ্ধার

প্রকাশ: মার্চ ৬, ২০২১, ০৬:০৭ পিএম

Sports Banner
বোদায় ময়ূর উদ্ধার
ছবি | সংগৃহীত

পঞ্চগড় জেলার বোদায় আহত অবস্থায় একটি ময়ূর পাখি উদ্ধার করা হয়েছে।

উপজেলার চন্দনবাড়ি ইউনিয়নের শিকারপুর এলাকা থেকে গতকাল শুক্রবার (৫ মার্চ) সন্ধার পর পাখিটিকে উদ্ধার করে পুলিশ। পরে সেটিকে স্থানীয় বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়।

আরো পড়ুন: বিয়ের আসরে কাঁদতে কাঁদতেই মারা গেলেন কনে

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে শিকারপুর এলাকার একটি গাছে ময়ূরটিকে দেখতে পেয়ে স্থানীয় কয়েক যুবক বিভিন্নভাবে সেটিকে আঘাত করে। এক পর্যায়ে পাখিটি গাছ থেকে নিচে পড়ে যায়। পরে তারা পাখিটি মিজানুর রহমান নামে স্থানীয় একজনের কাছে রেখে দেন। খবর পেয়ে বোদা থানা পুলিশ ঘটনাস্থল থেকে পাখিটিকে উদ্ধার করে। প্রতিবেশি দেশ ভারত থেকে পাখিটি আসতে পারে বলে স্থানীয়দের ধারণা।

আরো পড়ুন: সিরাজগঞ্জে এবার বাড়ি থেকে শিশু চুরি

এ বিষয়ে বোদা থানার ওসি আবু সাঈদ চৌধুরি সংবাদ মাধ্যমকে বলেন, ময়ূর আটকের খবরে তাৎক্ষণিক আমরা ঘটনাস্থলে যাই। আহত অবস্থায় পাখিটি উদ্ধার করে থানায় আনা হয়। পরে বন বিভাগের কর্মকর্তাদের কাছে পাখিটি হস্তান্তর করা হয়েছে। ময়ূর পাখিটি পাশের দেশ ভারত থেকে আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।

পঞ্চগড় বন বিভাগের রেজ্ঞ কর্মকর্তা মধু সুদন বর্ম্মন সংবাদ মাধ্যমকে বলেন, ময়ূর পাখিটিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে পঞ্চগড় বন বিভাগে আনা হয়েছে। উর্দ্ধতন কর্মকর্তাদের নির্দেশনা অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

সারাবাংলা বিভাগের আরো খবর