খাগড়াছড়ি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে পাওয়া গেছে। এ অভিযোগ দায়ের করা মামলায় একই প্রতিষ্ঠানের শিক্ষক মো. সোহেল রানাকে ঢাকা থেকে গ্রেফতার করা হয়েছে।
আরো পড়ুন: সিরাজগঞ্জে এবার বাড়ি থেকে শিশু চুরি
জানা যায়, ২৫ ফেব্রুয়ারি খাগড়াছড়ি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক সোহেল রানা মেয়েদেরকে ফেল করিয়ে দেওয়া, নম্বর কম দেওয়ার ভয় দেখিয়ে যৌন হয়রানি করার চেষ্টা করে। পরে ওই ছাত্রী বিষয়টি তার পরিবারকে জানালে ভুক্তভোগীর বাবা বাদী হয়ে মঙ্গলবার (২ মার্চ) খাগড়াছড়ি সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১০ ধারায় মামলা করেন।
আরো পড়ুন: বিয়ের আসরে কাঁদতে কাঁদতেই মারা গেলেন কনে
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে মামলার তদন্তকারী কর্মকর্তা খাগড়াছড়ি সদর থানার উপপুলিশ পরিদর্শক আবু হানিফ।
তিনি বলেন, মামলা দায়েরের পর অভিযুক্ত শিক্ষককে ঢাকা থেকে গ্রেফতার করা হয়েছে।