ঢাকা রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১
সারাবাংলা

ভুরুঙ্গামারীতে যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭ই মার্চ পালিত

ভূরুঙ্গামারী প্রতিনিধি

প্রকাশ: মার্চ ৭, ২০২১, ০৩:৫৯ পিএম

Sports Banner
ভুরুঙ্গামারীতে যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭ই মার্চ পালিত

কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে প্রথম বারের মত যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭ই মার্চ পালিত হয়েছে। ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষ্যে উপজেলা প্রশাসন বিভিন্ন কর্মসূচির আয়োজন করেন।

রবিবার উপজেলা পরিষদ চত্ত্বরে অবস্থিত বঙ্গবন্ধুর ম‍্যুরালে পুস্পস্তবক অর্পণ শেষে উপজেলা পরিষদ হল রুমে স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ই মার্চ ভাষণের গুরুত্ব এবং তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, চিত্রাঙ্কন প্রতিযোগিতা  ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন।

আরো পড়ুন: কলেজে বিক্রি হচ্ছে প্রত্যয়নপত্র, ৭ই মার্চেও তোলা হয়নি জাতীয় পতাকা

উপজেলা নির্বাহী কর্মকর্তা  দিপক কুমার দেব শর্মার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান নুরুন্নবী চৌধুরী খোকন, ভাইস চেয়ারম্যান আলহাজ জালাল উদ্দিন মন্ডল, সহকারি কমিশনার (ভূমি) জাহাঙ্গীর আলম, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এএসএম সায়েম, উপজেলার কৃষি কর্মকর্তা আসাদুজ্জামান, ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ আতিয়ার রহমান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ শাহজাহান সিরা, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন। 

সারাবাংলা বিভাগের আরো খবর