ঢাকা শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
সারাবাংলা

যশোরে ইউপি সদস্যকে গুলি করে হত্যা

প্রকাশ: মার্চ ৮, ২০২১, ১২:১২ এএম

Sports Banner
যশোরে ইউপি সদস্যকে গুলি করে হত্যা
নিহতের বাড়িতে স্থানীয়দের ভিড় | ছবি: সংগৃহীত

বাড়ি ফেরার পথে দুর্বৃত্তদের গুলিতে একজন ইউপি সদস্য নিহত হয়েছেন। নিহত ইউপি সদস্যের নাম নূর আলী শেখ (৫০) । আহত হয়েছে তার সন্তান ইব্রাহিম শেখ (১৬)। তাকে উপজেলা কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়েছে।

যশোরের অভয়নগর উপজেলার বাবুরহাট এলাকায় রবিবার (৭ মার্চ) রাত ৮টার দিকে এই ঘটনা ঘটে। অভয়নগর থানার ওসি মো. মনিরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন।

নিহত নূর আলী শেখ অভয়নগর উপজেলার শুভরাঢ়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সদস্য। তার বাবার নাম আসিফ আলী শেখ।

আরো পড়ন: যাত্রাবাড়ীতে দিনদুপুরে প্রবাসীর স্ত্রীকে তুলে নিয়ে ধর্ষণ!

স্থানীয় ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার শুভরাঢ়া গ্রামের বাবুরহাটে নূর আলী শেখের একটি নিজস্ব কার্যালয় রয়েছে। কার্যালয়টি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের কার্যালয় হিসেবে ব্যবহার করা হয়। রাতে তিনি সেখান থেকে মোটরসাইকেলে শুভরাড়া গ্রামের বাড়িতে ফিরছিলেন। মোটরসাইকেল চালাচ্ছিল ছেলে ইব্রাহিম শেখ, তিনি পেছনে বসেছিলেন। পথিমধ্যে কয়েকজন অস্ত্রধারী চলন্ত অবস্থায় ইব্রাহিম শেখের পায়ে দুটি গুলি করে। এতে তারা ছিটকে মাটিতে পড়ে যান। এরপর সন্ত্রাসীরা নূর আলীর মাথার পেছনে গুলি করে। গুলিটি মাথার সামনে দিয়ে বেরিয়ে যায় এবং তিনি ঘটনাস্থলে মারা যান। আহত ইব্রাহিম শেখকে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হচ্ছে। রাত সাড়ে ৯টা পর্যন্ত নূর আলী শেখের মরদেহ ঘটনাস্থলেই পড়ে ছিল।

আরো পড়ন: স্ত্রীর সঙ্গে খারাপ আচরণ, বন্ধুকে নৃসংশভাবে খুন করে প্রতিশোধ

অভয়নগর থানার ওসি মো. মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে সাংবাদিকদের বলেছেন, কাছ থেকে গুলি করে ইউপি সদস্য নূর আলী শেখকে হত্যা করা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। ঘটনায় জড়িতদের আটকে অভিযান চলছে।

সারাবাংলা বিভাগের আরো খবর