ঢাকা শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১
স্বাস্থ্য

ফের লক্ষণ পাল্টালো করোনা, মিলিয়ে নিন উপসর্গ

ডেস্ক:

প্রকাশ: ফেব্রুয়ারি ২৪, ২০২১, ০৬:০৫ পিএম

Sports Banner
ফের লক্ষণ পাল্টালো করোনা, মিলিয়ে নিন উপসর্গ
সংগৃহীত

মহামারি করোনার লক্ষণ হিসেবে গলা ব্যথা, জ্বর, স্বাদ গন্ধ চলে যাওয়া, শ্বাসকষ্ট, চোখে জ্বালাসহ বেশ কিছু উপসর্গই আমাদের কাছে পরিচিত। কিন্তু সময় যত যাচ্ছে করোনা নতুন নতুন রূপে ধরা দিচ্ছে।

সম্প্রতি বিশেষজ্ঞরা করোনার নতুন এক উপসর্গের কথা জানিয়েছেন। এটি হচ্ছে জিভে ইনফেকশন। মুখের ভেতরে ইনফেকশন হলেও করোনা হতে পারে।  

আরো পড়ুন: আজ থেকে করোনার টিকা দিচ্ছে ভারত

এ বিষয়ে কিংস কলেজ লন্ডনের অধ্যাপক টিম স্পেকটর এক হেলথ ম্যাগাজিনকে জানিয়েছেন, বেশ কয়েকজন করোনা রোগীর মধ্যেই মুখের ভেতরে ইনফেকশন, জিভে অস্বস্তি লক্ষ্য করা যাচ্ছে। প্রতি পাঁচজন করোনা রোগীর মধ্যে একজনের এই উপসর্গের অভিজ্ঞতা রয়েছে।

করোনার প্রাথমিক উপসর্গ হিসেবে দেখা যেতে পারে মুখের ভেতরের ইনফেকশনকে। তাই এই উপসর্গের সঙ্গে জ্বর, খুসখুসে কাশি, শ্বাসকষ্টের মতো উপসর্গ দেখা দিলে আইসোলেশনে যেতে হবে ও বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হবে। 

স্বাস্থ্য বিভাগের আরো খবর