প্রকাশ: মার্চ ১৪, ২০২১, ১০:৪৩ এএম
ঝিগাতলা, ট্যানারি মোড়, বৌবাজার, হাজারীবাগ বাজার, গজমহল, সুলতানগঞ্জ, শিকারিটোলা, রায়ের বাজারসহ ১৫টি পাড়া-মহল্লা নিয়ে গঠিত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১৪ নং ওয়ার্ড। প্রায় ৮ কিলোমিটারের আয়তন জুড়ে এই ওয়ার্ডটি। ঘিঞ্জি ঘনবসতিপূর্ণ ছোটখাটো সরু গলির পাশাপাশি চামড়া শিল্প নগরী হিসেবে পরিচিত এই ওয়ার্ডটি।
এই ওয়ার্ডের পূর্ব দিকে রয়েছে ঝিগাতলা বাসস্ট্যান্ড, পশ্চিমে বুড়িগঙ্গা নদী, উত্তরে মুক্তি সিনেমা হল এবং দক্ষিণে হাজারীবাগ বাজার। এ ওয়ার্ডে ভোটার সংখ্যা প্রায় ৮৪ হাজার হলেও ওয়ার্ডটিতে প্রায় ৫ লক্ষাধিক মানুষের বসবাস। এই ওয়ার্ডবাসীর অফুরন্ত ভালোবাসায় বর্তমান কাউন্সিলর হিসেবে জয় লাভ করেন হাজারীবাগ থানা আওয়ামী লীগ সভাপতি হাজী ইলিয়াছুর রহমান বাবুল। এবার এই ওয়ার্ডকে কিভাবে গড়ে তুলতে চান এই নব নির্বাচিত কাউন্সিলর সেই বিষয়ে কথা হয় আগামীনিউজ ডটকমের সঙ্গে। সাক্ষাৎকারটি নিয়েছেন দেলোয়ার মহিন।