গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে ১০ জনের মৃত্যু হয়েছে।
রোববার (২২ আগস্ট) সকাল ৮টা থেকে সোমবার (২৩ আগস্ট) সকাল ৮টার মধ্যে তাদের মৃত্যু হয়। মৃতদের মধ্যে করোনা আক্রান্ত হয়ে ৫ জন এবং করোনা উপসর্গ নিয়ে ৪ জন মারা যান। এছাড়াও একজন করোনা রিপোর্ট নেগেটিভ হওয়ার পরেও অন্য জটিলতায় মৃত্যু হয়।
রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, মৃত ব্যক্তিদের মধ্যে রাজশাহীর ও চাঁপাইনবাবগঞ্জের ২ জন করে ও নাটোর, নওগাঁ ও চুয়াডাঙ্গার একজন করে এবং পাবনার ৩ জন রয়েছেন।
এছাড়াও গত ২৪ ঘণ্টায় রামেকে নতুন ভর্তি হয়েছেন ২৮ জন। বর্তমানে হাসপাতালে করোনা রোগী ভর্তি আছেন ২৩৮ জন।
এদিকে সারাদেশে করোনায় গত ২৪ ঘণ্টায় আরো ১৩৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৫ হাজার ২৮২ জন। নতুন করে করোনা শনাক্ত হয়েছেন ৪ হাজার ৮০৪ জন। এর ফলে মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৪ লাখ ৬১ হাজার ৯৯৮ জন।