প্রকাশ: ফেব্রুয়ারি ২৫, ২০২১, ০৭:৪৫ পিএম
একটা ঘর তুলতে যেমন খাম খোঁটা'র গাঁথুনি শক্ত ও পরিপাটি করতে হয়, তা না হলে দুইদিন পরে সেই ঘর ভেঙ্গে মাটিতে লুটাইয়া পড়ে। ঠিক তেমনি একটি গানের গীতিকথায়, মিটার- মাত্রা- শব্দচয়ন- ছন্দমিল- অন্তমিল- এসব খাম খোঁটার গাঁথুনি যদি ঠিক না হয়.? শক্ত না থাকে.? তাহলে সেই গানও দুইদিন পরে মুখ থুবড়ে পড়ে। দুইদিন পরেই হারিয়ে যায় চুপচাপ।
একটা ঘরের খাম খোঁটার মতো, একটা গানেরও খাম খোঁটা আছে- (কথার গাঁথুনি) গানের গাঁথুনি ভাল না হলে-- ঐ গান কি আর টিকে থাকে.? কলম ধইরা সাদা কাগজে দুই/চার লাইন লেখলেই কি গীতিকবি/গীতিকার হওয়া যায়.? অখাদ্য কুখাদ্য কি সকলেই খায়.? সেগুলো খায় গরু ছাগলে। মানুষের হৃদয় ছুঁয়ে দেওয়া সেটাতো ভিন্ন কাজ- তার জন্য সাধনা করতে হয়। প্রচুর সাধনা। সাথে নিজের ভেতরে গুনটাও থাকতে হয়।