ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
ভিন্ন খবর মাছটি ৩০ হাজার ৮০০ টাকায় মাছটি বিক্রি হয়েছে।

পদ্মায় ধরা পড়েছে ২২ কেজি ওজনের পাঙ্গাস

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: আগস্ট ২৭, ২০২১, ১০:১৫ এএম

Sports Banner
পদ্মায় ধরা পড়েছে ২২ কেজি ওজনের পাঙ্গাস
ছবি: সংগৃহীত।

রাজবাড়ীর গোয়ালন্দের পদ্মা নদীতে জেলের জালে ধরা পড়েছে ২২ কেজি ওজনের একটি পাঙ্গাস মাছ।

শুক্রবার ভোররাতে দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাট এলাকায় জেলে পরান হালদারের জালে মাছটি ধরা পড়ে। মাছটি ৩০ হাজার ৮০০ টাকায় মাছটি বিক্রি হয়েছে।

পরে মাছটি দৌলতদিয়া বাইপাস সড়কের পাশে দুলাল মোল্লার আড়তে বিক্রির জন্য নেওয়া হয়। ফেরিঘাটের স্থানীয় মাছ ব্যবসায়ী মো. চান্দু মোল্লা মাছটি ১ হাজার ৪০০ টাকা কেজি দরে ৩০ হাজার ৮০০ টাকায় কিনেন। এ সময় মাছটি এক নজর দেখতে স্থানীয় জনতা আড়তে ভিড় করেন।

মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা বলেন, মাছটি উন্মুক্ত নিলামে সকাল ৮টার দিকে আড়তে উঠলে আমি ৩০ হাজার ৮০০ টাকায় কিনে নিয়েছি। এখন মাছটি বিক্রির জন্য ঢাকায় নিয়ে যাবো আর সেখানে ব্যবসায়ীর কাছে বিক্রি করব।

এ বিষয়ে গোয়ালন্দ উপজেলা মৎস্য কর্মকর্তা মো. রেজাউল শরীফ যুগান্তরকে বলেন, বর্তমানে পদ্মা নদীর মোহনায় এখন জেলেদের জালে এত বড় পাঙ্গাস মাছ খুব বেশি একটা ধরা পড়ে না।

ভিন্ন খবর বিভাগের আরো খবর