ঢাকা বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১
রাজনীতি

আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে আহত ৩০

প্রকাশ: ফেব্রুয়ারি ২৮, ২০২১, ০৩:৫২ পিএম

Sports Banner
আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে আহত ৩০
ছবি | সংগৃহীত

সিরাজগঞ্জ জেলার তাড়াশে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় অন্তত ৩০ জন আহত হয়েছেন। এসময় ঘটনাস্থল থেকে ছয়জনকে আটক করা হয়েছে।

রবিবার (২৮ ফেব্রুয়ারি) সকাল থেকেই উপজেলার মাগুড়া বিনোদ ইউনিয়নের দিঘী সগুনা গ্রামে এ ঘটনা ঘটে।

ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে। আহতদের তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরো পড়ুন: বিয়ের পর শ্বশুরবাড়ি নয়, লাশ চিতায় উঠল নববধূর

মাগুড়া বিনোদের ইউপি চেয়ারম্যান আতিকুল ইসলাম বুলবুল সংবাদ মাধ্যমকে বলেন, দিঘী সগুনা গ্রামের ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আফসার ও সাধারণ সম্পাদক ইদ্রিস গ্রুপের আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল। ওই বিরোধের জেরে রোববার সকালে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এতে ৩০ জন আহত হয়েছেন।

আতিকুল ইসলাম বুলবুল বলেন, আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের বগুড়া ও সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

আরো পড়ুন: স্ত্রীর সঙ্গে খারাপ আচরণ, বন্ধুকে নৃসংশভাবে খুন করে প্রতিশোধ

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে তাড়াশ থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল মতিন বলেন, খবর পেয়ে পুলিশ মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চলছে। তবে কি নিয়ে সংঘর্ষ সে বিষয়টির বিস্তারিত এখনও জানা যায়নি। এ ঘটনায় ছয়জনকে আটক করা হয়েছে।

রাজনীতি বিভাগের আরো খবর