নির্যাতন নিপীড়ন করে সরকারের শেষ রক্ষা হবে না মন্তব্য করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, তাদের পতন ঘণ্টা বেজে গেছে। মানুষ রাস্তায় নামতে শুরু করেছে। এ সরকারের পতন না ঘটিয়ে ছাত্র-জনতা রাজপথ ছাড়বে না।
ঢাকা মহানগর পশ্চিম থানা ছাত্রদলের সভাপতি জুয়েলের উদ্যোগে আজ শুক্রবার রাজধানীর শংকর এলাকা থেকে ধানমন্ডি ২৭নম্বর পর্যন্ত মশাল মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে একথা বলেন তিনি। এ মিছিলে সহশ্রাধিক নেতা-কর্মী অংশ নেন।
আরো পড়ুন: ‘এই সরকারকে সরাতে হবে’
নিজের বক্তব্যে রুহুল কবির রিজভী বলেন, লেখক মুশতাককে যে নির্যাতনের মাধ্যমে হত্যা করা হয়েছে, কার্টুনিস্ট কিশোরের বক্তব্যে তা প্রমাণিত হয়েছে। আপনারা দেখেছেন বিভিন্ন গণমাধ্যমে খবর বেড়িয়েছে কিভাবে কার্টুনিস্ট কিশোর ও মুশতাকের উপর কি বর্বর নির্যৃাতন চালানো হয়েছে।
প্রসঙ্গত, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও সরকারি হেফাজতে লেখক মুশতাকের মৃত্যুর প্রতিবাদে এ মশাল মিছিল অনুষ্ঠিত হয়।