ফ্রান্সের পিংক সিটি খ্যাত তুলুজ শহরে একটি স্থায়ী শহীদ মিনার নির্মিত হয়েছে। তবে করোনাভাইরাস সংক্রমণের কারণে ২১ ফেব্রুয়ারি উদযাপনের ক্ষেত্রেঘটেছে ছন্দপতন। কিন্তু এবারই প্রথম একটি স্থায়ী শহীদ মিনার তৈরি হওয়ায় খুশি ফ্রান্স প্রবাসীরা।
রক্তাক্ত স্মৃতিবিজড়িত অমর একুশে ফেব্রুয়ারিতে মহান ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর লক্ষে ফ্রান্সের প্রবাসী বাংলাদেশিদের প্রাণের আকুতি ছিল একটি স্থায়ী শহীদ মিনারের। তাই নানা জটিলতায় প্যারিসে নির্মান সম্ভব না হলেও তুলুজ শহরে শহীদ মিনারটি নির্মিত হয়েছে।
অবশেষে, বিদেশের মাটিতে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর মাধ্যম হতে পেরে খুশি শহীদ মিনার নির্মাণের উদ্যোক্তরা।
অন্যদিকে তুলুজের এই স্থায়ী শহীদ মিনার নির্মাণের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের প্রাণের দাবি আর আকাঙ্ক্ষার বাস্তবায়ন হলো।