প্রকাশ: ফেব্রুয়ারি ২৬, ২০২১, ০১:৫৫ এএম
সংযুক্ত আরব আমিরাতের শারজায় খাদ্য প্রতিষ্ঠানে কর্মরত শ্রমিকদেরকে প্রতি দু’সপ্তাহ পরপর একবার করে করোনা টেস্ট করাতে হবে বলে ঘোষণা দিয়েছে শারজা পৌরসভা কর্তৃপক্ষ। তবে যেসব শ্রমিক সম্পূর্ণভাবে ভ্যাকসিন নিয়েছেন তাদেরকে টেস্ট থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
বাড়তি সচেতনতা হিসেবে টেবিলগুলি কমপক্ষে দুই মিটার দূরে স্থাপন করার এবং প্রতি টেবিলে সর্বোচ্চ চারজন বসার নির্দেশনা দেয়া হয়েছে।
এছাড়াও পৌরসভা কর্তৃপক্ষ কোভিড সুরক্ষা ব্যবস্থাগুলির সঙ্গে তাদের সম্মতি নিশ্চিত করার জন্য খাদ্য সংস্থাগুলিতে পরিদর্শন বাড়িয়েছে।
অন্যদিকে শরজাতে সব ধরনের জমায়েত বা ভিড় নিষিদ্ধ করা হয়েছে। কেউ এটা ভঙ্গ করলে বড় ধরনের জরিমানা করা হবে।