ঢাকা মঙ্গলবার, ২৮ জানুয়ারি, ২০২৫, ১৫ মাঘ ১৪৩১
বিশেষ প্রতিবেদন

সাব-এডিটর ও সারাদেশে প্রতিনিধি নিয়োগ একটিভ নিউজে

প্রকাশ: মার্চ ৭, ২০২১, ০৮:০০ পিএম

Sports Banner
সাব-এডিটর ও সারাদেশে প্রতিনিধি নিয়োগ একটিভ নিউজে

সাব-এডিটর, বিভিন্ন জেলা উপজেলা এবং ক্যাম্পসে প্রতিনিধি, প্রতিবেদক নিয়োগ চলছে ''একটিভ নিউজ২৪.কমে"- এ।

গণমাধ্যমটির মানবসম্পদ বিভাগ আগামী ৩১ মার্চ ২০২১ সারাদেশের এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করবে বলে সিদ্ধান্ত নিয়েছে।

আবেদন পাঠাতে আপনাকে যা করতে হবে :

• একটি আবেদন পত্র, ছবি ও এনআইডি সহ জীবন বৃত্তান্ত পাঠাতে হবে আমাদের ই মেইলে। ই-মেইল: info@activenews24.com এ। 

• ই-মেইল পাঠাতে, বিষয় বস্তু অর্থাৎ Subject –এ লিখতে হবে “জেলা প্রতিনিধি”/ ”ক্যাম্পাস প্রতিনিধি’’।

• আবেদনকারীকে সর্বনিম্ন এইচ.এস.সি পাশ হতে হবে। তবে অভিজ্ঞতার ক্ষেত্রে তা শিথীলযোগ্য।

• আবেদন করার আগে, জাতীয় অথবা স্থানীয় গণমাধ্যমে অন্তত দু’বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

• শুধুমাত্র সাব-এডিটরের ক্ষেত্রে স্বীকৃত গণমাধ্যমের অনলাইন শাখায় কাজ করার নূন্যতম দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে।  

• এছাড়াও  ক্যাম্পাস প্রতিনিধির ক্ষেত্রে পূর্বের অভিজ্ঞতা ১ বছর হলেও গ্রহণযোগ্য।

• ২০ মার্চ ২০২১ এর মধ্যে আবেদন পাঠাতে হবে।

• প্রার্থীদের মধ্যে থেকে নিয়োগপ্রাপ্ত জেলা ও ক্যাম্পাস প্রতিনিধিদের নিয়মিত সম্মানী নির্ধারিত হবে আলোচনা সাপেক্ষে।

এসব পদে আগ্রহীদের আগামী ২০ মার্চ মধ্যে info@activenews24.com এ সিভি পাঠাতে হবে। মোবাইল: ০১৯১১-৫৫২৭০২ টেলিফোন: ০২-৪৮৯৫৭৯৬৭

অফিসের ঠিকানা- উত্তরা টাওয়ার, ৪র্থ তলা, ১ জসিমউদ্দিন এভিনিউ, সেক্টর-০৩, ঢাকা-১২৩০।

বিশেষ প্রতিবেদন বিভাগের আরো খবর